× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



নিউ এরা ফাউন্ডেশনে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ

ঈশ্বরদীতে বেড়েছে শীতের তীব্রতা। কয়েকদিনের শীতল বাতাসে কমেছে তাপমাত্রা। ফলে শীতে কাতরাচ্ছেন শীতার্তরা। সমাজের অসহায় এই শীতার্ত প্রবীণ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রধান কার্যালয় সলিমপুর ইউনিয়নের চরমিরকামারীতে সোমবার ১৭ জানুয়ারী সকালে এই কম্বল বিতরণ করা হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ঈশ্বরদী শাখার সহযোগীতায় এই কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও পাবনা-৪ আসনের সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস, মিউচিয়াল ট্রাস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক মো: নাসির উদ্দীন, নিউ এরা ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, সহকারী পরিচালক বি.এম.ফাহিম রহমান, মিউচিয়াল ট্রাস্ট ব্যাংকের রিলেশনশীপ অফিসার মো: নজরুল ইসলাম। অনুষ্ঠানে ২০০ শীতার্তদের মাঝে কম্বল তুলে দেওয়া হয়। নিউ এরা সবসময় অসহায় মানুষদের পাশে আছে উল্লেখ করে সমাজের বিত্তবানদের শীতার্তদের পাশে থাকার আহবান জানান নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments