পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে ম্যানসিটি
কেভিন ডে ব্রুইনের একমাত্র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ১-০ ব্যবধানে হারাল ম্যানচেস্টার সিটি। এনিয়ে লিগে টানা ১২ ম্যাচে জয় পেল পেপ গার্দিওলার শিষ্যরা। একইসঙ্গে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান মজবুত করল দলটি।
শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আসরের দ্বিতীয় দল ব্লুজদের আতিয়েথতা জানায় সিটি। আর এ জয়ে ১৩ পয়েন্টে এগিয়ে সবার ওপরে সিটি।
ম্যাচের ৭০তম মিনিটে এগিয়ে যায় সিটি। জোয়াও কানসেলোর পাস ধরে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে কঁতের চ্যালেঞ্জ এড়িয়ে ২০ গজ দূর থেকে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ডে ব্রুইনে।
লিগে ২২ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। চেলসির পয়েন্ট ৪৩।
href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsBuw8eqXXMuDHa5YGCr8Glqmqt7qtTDcMqjFNpmDyrtGzY8znfr-WhXl5VsL6bVpdGgC6XO3fCz7Q7G3dVmZqLM32rMS0J4WyXIjncw2qsjgG0xwl7o4mIdkvK1trTIr_-M8gE-CcAcTC/s1280/ad.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; ">
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments