যেভাবে নাটোরে মাছের পেটে সোনার চেইন পাওয়া যায়
নাটোরের সিংড়ায় মাছের পেটে সোনার চেইন পাওয়া গিয়েছে। উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস মিস্ত্রীপাড়ার বাসিন্দা সুশান্ত সরকারের বাড়িতে সোমবার এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাছ এবং চেইনটি দেখতে ভিড় করছে এলাকাবাসী।
সুশান্ত পেশায় স্বর্ণকার। বাজার থেকে তিনি সোমবার সকালে দুইটি রুই মাছ কিনে আনেন। ওজন ৩ কেজি। বাড়িতে তার স্ত্রী মাছ কাটার পর তার মধ্যে আস্ত সোনার চেইন দেখতে পান।
বিষয়টি নিশ্চিত করে সুশান্ত বলেন, ‘রবিবার সকাল ৮টার দিকে ওই মাছ কিনে আনি। মাছ কাটার পর ওই চেইন পাওয়া যায়। ১৮ ক্যারেট সোনার তৈরি চেইনটির ওজন ৪ আনা।’
সুশান্তর স্ত্রী চন্দনা রাণী বলেন, মাছ দুটি বাসায় পৌঁছার পর তার ছেলের বউ ১১টার দিকে আঁশ তুলে টুকরো করার জন্য কাটতে শুরু করেন। এরপর তিনি মাছের পরিত্যক্ত অংশ ফেলতে গিয়ে খেয়াল করেন, মাছের নাড়ির মধ্যে চেইনটি পড়ে আছে।
স্থানীয় অধিবাসী সৈয়দ ও জুলহাস বলেন, রূপকথার সিরিজে এমন ঘটনা দেখেছি। বাস্তবে এমন ঘটনায় আশ্চর্য হয়েছি।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments