× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



টয়লেটে গিয়ে নিজের পুরুষাঙ্গ কাটলেন কলেজছাত্র!

নওগাঁয় নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন এক কলেজছাত্র। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চকচপাই গ্রামে এ ঘটনা ঘটে। ওই কলেজছাত্র চকচপাই গ্রামের সাইফুল ইসলামের ছেলে সৈকত ইসলাম (২৫)। তিনি নওগাঁ সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র। ওই যুবকের খালাতো ভাই আরাফাত হোসেন জানান, সোমবার দুপুর ১টার দিকে সৈকত ইসলামের টয়লেটে গিয়ে ব্লেড দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন। কিছুক্ষণ পর তার চিৎকারে পরিবারের সদস্যরা এসে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান। নওগাঁ ২৫০ শয্যা জেলারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমা সুলতানা মনিকা জানান, সৈকতের পুরুষাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। রোগীর অবস্থা খুব গুরুতর। প্রাথমিক চিকিৎসা দিয়ে সৈকতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর বগুড়া থেকেও তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বা জানান, বিষয়টি এখনও জানাইনি কেউ। এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগও করেনি।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments