পাবনায় সংঘর্ষে নিহত ১, আহত ১০
পাবনার বেড়া উপজেলায় বিদেশে লোক পাঠানোর টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তোতা ব্যাপারী (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
শুক্রবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের চর সাফুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তোতা ওই গ্রামের মৃত আহেজ ব্যাপারীর ছেলে।
আহত অবস্থায় হাসপাতালে ভর্তিদের মধ্যে আব্দুল আজিজ, রুশনাই খাতুন, জিয়া ব্যাপারী, বছির উদ্দিন, মজিবর রহমান, আরিফ হোসেন, রমজান আলীর নাম জানা গেছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, প্রায় ১৮ মাস আগে চর সাফুল্লা গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে নিহত তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। সেখানে কয়েক মাস থাকার পরে শফিকুল সেখানে থেকে গেলেও আখের আলী থাকতে না পেরে দেশে ফিরে আসেন। দেশে এসে আখের আলী শফিকুলের পরিবারের কাছে তাকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চান। এ নিয়ে র্দীঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
শুক্রবার সকালে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোতা মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরও জানান, মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments