× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলাম পাঠাগারে পোশাক বিতরণ

ঈশ্বরদীর দাশুড়িয়ার মারমিতে 'মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলাম পাঠাগারে' হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে 'নারী উন্নয়ন কেন্দ্র' নামে একটি প্রতিষ্ঠান। নারী উন্নয়ন কেন্দ্রের উদ্যোক্তা নাসরিন আক্তার শেলীর উদ্যোগে এসব পোশাক বিতরণে সহযোগিতা করেন। এ অনুষ্ঠানে ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, পাঠাগারের প্রতিষ্ঠাতা আশরাফুজ্জামান মনি, ইউপি সদস্য রফিকুল ইসলাম মাঝি, পাঠাগার পরিচালনা কমিটির সহ-সভাপতি হুমায়ুন কবির খান পলাশ, সদস্য জামিল হোসেন, মোহব্বত হোসেন খান ও মাহাবুবুর রহমান তোফা উপস্থিত ছিলেন। পাঠাগারের পাশে থাকার জন্য নারী উন্নয়ন কেন্দ্রের প্রতি এসময় কৃতজ্ঞতা জানায় পাঠাগার কর্তৃপক্ষ। জানা গেছে, হতদরিদ্র শতাধিক শিক্ষার্থীদের মানবিক সহযোগিতার জন্য ঈশ্বরদী শহরের শেরশাহ সড়কে অবস্থিত নারী উন্নয়ন কেন্দ্র এ উদ্যোগ গ্রহণ করে। নারী উন্নয়ন কেন্দ্রের পরিচালক নাসরিন আক্তার শেলী মানবিক এ কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, 'আসুন আমরা সবাই মিলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াই। তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments