গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর এর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন বামনডাঙ্গা গ্রামস্থ জনৈক ময়েন (৫০), পিতা-মৃত আবেদ আলী এর বসত বাড়ীর সামনে কাটাখালী টু বামনডাংগাগামী কাঁচা রাস্তার উপর একটি অভিযান পরিচালনা করে (ক) শুকনা গাঁজা-০১ (এক) কেজিসহ আসামী ১। মোঃ মনির উদ্দিন (৩৯), পিতা-মৃত সোনা মিয়া,সাং- বামনডাংগা, থানা- ও জেলা-নাটোর’কে হাতেনাতে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জব্দকৃত আলামত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করছে।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments