× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্যাব্‌ল চুরির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি লেইভার ক্রেন থেকে ক্যাব্‌ল চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে কুষ্টিয়া থেকে তাঁদের গ্রেপ্তার করে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়। গ্রেফতাররা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মো. হুজুর আলীর ছেলে সাইফুল ইসলাম সাজিব (৩৫) ও তারেকুল ইসলাম তারেক (৩৩)। তারা পেশায় ভাঙারি ব্যবসায়ী। র‍্যাব-১২ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অভ্যন্তরে ক্যাব্‌ল চুরির বিষয়টি গুরুত্ব দিয়ে বিগত কয়েক দিন ধরেই বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। এসব তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, কুষ্টিয়ার দুই ভাঙারি ব্যবসায়ী রূপপুরের ক্যাব্‌ল চুরির সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, ‘চুরির পর ক্যাব্‌লগুলো তাঁদের কাছে রাখা ছিল। পরে তাঁরা মেশিন দিয়ে কেটে অন্যত্র বিক্রি করে দেন।এসব নানা তথ্য-উপাত্তের ভিত্তিতে আমরা দুজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার রাতেই ঈশ্বরদী থানায় হস্তান্তর করেছি।’ মামলার তদন্তকারী কর্মকর্তা রূপপুর ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম আতিক বলেন, ‘রূপপুরের দুটি লেইভার ক্রেন থেকে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক ক্যাব্‌ল চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছি। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হবে।’ উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি লেইভার ক্রেন থেকে সম্প্রতি ২৯৫ মিটার বৈদ্যুতিক ক্যাব্‌ল চুরির ঘটনা ঘটে। ক্রেনগুলো পাকশীর রূপপুরে পদ্মা নদীতে আসা মালবাহী জাহাজ থেকে মালামাল ওঠানো-নামানোর জন্য ব্যবহার করা হয়।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

Post Comment