নিউ এরা ফাউন্ডেশনে বার্ষিক কর্মপরিকল্পনা মূল্যায়নসভা অনুষ্ঠিত
বার্ষিক কর্মপরিকল্পনা মূল্যায়ন সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন। শনিবার ৮ জানুয়ারী সকাল থেকে এই সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রধান শাখা ও ১৯ টি শাখায় কর্মরত শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপকসহ সকল পর্যায়ের কর্মিদের নিয়ে সভাটি মিলনমেলায় পরিণত হয়।
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে সভায় ফাউন্ডেশনের এডভাইজার ফৌজিয়া মঞ্জুর, ফাউন্ডেশনের পরিচালক শফিকুল ইসলাম, উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণ ও সহকারী পরিচালক (অর্থ) বিএম ফাহিম রহমান সকলের সাথে মতবিনিয়ম করেন।
সভায় লক্ষ্য অর্জনের জন্য সকলকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস এবং সকলের কর্মক্ষমতা অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করে কাজ করার কথা বলে ফাউন্ডেশনের পরিচালক শফিকুল ইসলাম। এসময় সভায় নিউ এরা ফাউন্ডেশনের সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক গোলাম মওলা, এলাকা ব্যবস্থাপক ফরহাদ আলী খান, এম এম মাইনুল ইসলাম, মো: জাহিদুর রহমান ও আবুল কালাম আজাদ।
ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় সভায় সহকারি পরিচালক (প্রোগ্রাম) মো: শমসের আলী, মিসেস ফাহিম রহমান, হিসাবরক্ষক কামাল পারভেজ, মানবসম্পদ কর্মকর্তা মো: খায়রুজ্জামান, প্রধান এমআইএস কর্মকর্তা মো: জহুরুল ইসলাম, সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী এস এম জাহাঙ্গীর আলম, তথ্য কর্মকর্তা গোপাল অধিকারীসহ সকল শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক, হিসাবরক্ষক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments