রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৬৫ লাখ টাকার তার চুরি
পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ক্রেন থেকে ৬৫ লাখ টাকার তার চুরির মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জেলার ঈশ্বরদী থানায় বুধবার রাত ১১টার দিকে এই মামলা হয়েছে বলে থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।
ওসি মামলার নথির বরাতে বলেন, “রাশিয়ান কোম্পানি ‘আছের’-এর পরিচালক (নিরাপত্তা) ভিএন তুরুটিন বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেছেন, প্রকল্পের অভ্যন্তরে জাহাজের মালপত্র ওঠা-নামার নির্ধারিত স্থানে রাখা দুটি ক্রেন থেকে গত ৩০ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারির ভেতর কোনো এক সময় ‘২৬৫ মিটার গুরুত্বপূর্ণ তার’ খোয়া গেছে। এর দাম ৬৫ লাখ টাকা।”
মামলা তদন্তের জন্য পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, “ক্রেনের এই তার চুরির সঙ্গে যারা জড়িত, তাদের হয়ত নিয়মিত ওখানে যাতায়াত আছে বা মেশিন সম্পর্কে ধারণা আছে। তা না হলে এত গুরুত্বপূর্ণ জিনিস চুরি হলো কিভাবে?”
এর আগে গত ২৭ ডিসেম্বর রাতে প্রকল্পের ভেতর থেকে বাইরে নেওয়ার সময় প্রায় ১০ টন লোহা (রড ও পাইপ) চুরির চেষ্টার সময় গেট থেকে পাঁচজনকে আটক করেন নিরাপত্তাকর্মীরা। পরে তাদের পুলিশে দেওয়া হয়।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments