× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে সেই আলোচিত শিশু হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

আট বছর আগে আলোচিত শিশু রহিম হত্যা মামলায় রাসেল নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশসহ ১১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামের আসাদুল মেকারের ছেলে রাসেল। তিনি নতুন হাট এলাকায় জগলু শাহের শিশু ছেলে রহিমকে (৭) মানিকনগর এলাকায় একটি লিচু বাগানে ঘাস কাটার কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে রাসেল শিশুটিকে বলাৎকারের পর কাঁচি দিয়ে গলাকেটে হত্যা করে। ঘটনার পরদিন (২৫ ফেব্রুয়ারি) নিহত রহিমের বাবা জগলু শাহ বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামি রাসেলকে গ্রেপ্তার করে। রাসেল দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের ঘোষণা দেন।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments