× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বাশেরবাদাতে বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

স্বল্পমুল্যে সঠিক স্বাস্থ্যসেবা এই শ্লোগানে বাশেরবাদাতে বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার ৭ ডিসেম্বর সকালে বাশেরবাদা বাজারে এই ডায়াগনস্টিকের উদ্বোধন করা হয়। মরহুম ডাক্তার রাহাত আলী বিশ্বাস পরিবার বর্গের উদ্যোগে প্রতিষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার রাহাত আলী বিশ্বাসের সন্তান মোঃ আব্দুল করিম বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমলাক হোসেন বাবু ও মোঃ মুরাদ আলী। সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ আব্দুল খালেক বিশ্বাস, উদ্যোক্তা শফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মোঃ ফাওমিদ কবির ইলিয়াস বাশেরবাদা শ্মশান কমিটির রঞ্জিত কর্মকার। বক্তারা এসময় বিশ্বাস ডায়াগনস্টিকের সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে পরিবারবর্গের ডাক্তার মোঃ আব্দুল মালেক বিশ্বাস ও এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ নাহিদ ও মুনাজাদ পরিচালনা করেন মোঃজিয়া। উল্লেখ্য, এখানে ৫০ টাকা মুল্যে রোগী দেখা হবে। Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments