শীতার্তদের পাশে পাবনা জেলা পুলিশ
মানুষ মানুষের জন্য এই শ্লোগানকে যেন বার বার মনে করে দিচেছ পাবনা জেলা পুৃলিশ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ছুটে চলছেন মানুষের কল্যাণে। গত ২০ জানুয়ারী বুধবার গভীর রাতে পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নেতৃত্বে পাবনা জেলা পুলিশের একটি টিম পাবনা সদর এলাকার বাসস্ট্যান্ড ও ঈশ্বরদী রেল স্টেশনে রিকশাচালক, সিএনজি চালক ও ভাসমান ছিন্নমূল ব্যক্তিদের মাঝে কম্বল বিতরন করেন।এসময় প্রায় ২০০জন শীতার্তদের মাঝে কম্বল তুলে দেওয়া হয়। এসময় এক প্রতিক্রিয়ায় রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এই শীতে অসহায় মানুষের পাশে আমাদের একটু দাড়ানোর প্রয়াস আপনাদের জন্যই।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments