× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



অপরাধ নির্মূলে পাবনা পুলিশের বিলবোর্ড স্থাপন

সন্ত্রাসী, চাদাবাজ ও মাদকব্যবসায়ীদের তথ্য প্রদানের জন্য পুলিশ সুপার পাবনা ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা( ডিবি) এর মোবাইল নম্বর প্রচারের অংশ হিসেবে পাবনা পৌরসভার বিভিন্ন স্থানে জেলা পুলিশ কর্তৃক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। স্থানগুলো হল ১/ চাদাখার বাঁশতলা মোড়, ২/ লাইব্রেরী বাজার মোড়, ৩/ চাদ মাড়ি মোড়, ৪/ পৈলানপুর মোড়, ৫/ এডওয়ার্ড কলেজের সামনে, ৬/ জেপির মোড় , ৭/ ইন্দ্রার মোড় /ট্রাফিক মোড় , ৮/ দই বাজার মোড় (বড় বাজার সংলগ্ন) ৯/ রবিউল মার্কেটের সামনে , ১০/ গাছপাড়া মোড় , ১১/ টেবুনিয়া বাজারে জনগণকে এলাকার তথ্য দিয়ে অপরাধমুক্ত পাবনা গড়তে জেলা পুলিশকে সহায়তা করার কথা বলা হয় এই বোর্ডে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments