× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ব্যাটারি গিলে ফেলল ২ বছরের শিশু, বাবা-মায়ের সামনে ছটফট করে মৃত্যু

খেলনার ভেতর থাকা বাটন ব্যাটারি গিলে ফেলার পর দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পিল-সাইজের ওই ব্যাটারি গিলে ফেলার পর শিশুটির হার্ট ছিদ্র হয়ে যায়। এরপর দুই দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শিশুটি। কিন্তু শেষপর্যন্ত মারাই যায় সে। দ্য সান জানিয়েছে, যুক্তরাজ্যের ওই শিশুর নাম হিউয়ে ম্যাকমাহন। তার বাবা হিউ ম্যাকমাহন (২৯) ও মা ক্রিস্টিন ম্যাকডোনাল্ডের চোখের সামনেই হাসপাতালে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু হয় হিউয়ের। ওই ব্যাটারি গিলে ফেলার পর হিউয়ের রক্ত ‘অ্যাসিডিক’ হয়ে যায়। আর তার হৃদপিণ্ডে একটি ছিদ্রও হয়। দুর্ঘটনাক্রমে একটি খেলার ছোট ব্যাটারি গিলে ফেলেছিল হিউয়ে। এরপরই এমন মর্মান্তিক মৃত্যু হয় তার। হাসপাতালে ভর্তি করা হলেও হিউয়েকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু ডাক্তাররা জানান, হিউয়েকে বাঁচানো যাবে না। এরপরই তার লাইফ সাপোর্ট মেশিন খুলে ফেলার সিদ্ধান্ত নেন এই বাবা-মা। ধারণা করা হচ্ছে, তার একটি খেলনার তিনটি ব্যাটারির মধ্যে একটি গিলে ফেলেছিল হিউয়ে। ঘুমের মধ্যেই হিউয়ের লাইফ সাপোর্ট খুলে ফেলার সময় তার গায়ে হাত বুলিয়ে দেন হিউ ও ক্রিস্টিন। এখন পিল-সাইজের ব্যাটারি নিষিদ্ধের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এই সন্তান হারানো বাবা-মা। ক্রিস্টিন বলেন, নরকের মতো হয়ে গিয়েছিল জীবন। আমি বুঝতে পারছিলাম আমার ছেলে বাঁচবে না। আমার দুঃখ বোঝানোর মতো ভাষা নেই। তিনি বলেন, বাটন ব্যাটারির ব্যাপারে আমাদের কেউ সতর্ক করেনি। কেন সবকিছুর মধ্যে এই ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আমি ব্লিচের ব্যাপারে বেশি উদ্বিগ্ন ছিলাম। কিংবা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়া নিয়ে। Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments