× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে করোনাযোদ্ধা প্রীতি সম্মিলন ও স্মারক সংবর্ধনা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে করোনা মোকাবিলায় প্রথম সারির ২২জন করোনা যোদ্ধাকে 'স্মারক সম্মাননা ও সংবর্ধনা' দেওয়া হয়েছে। 'অগ্রসর ঈশ্বরদী' নামে একটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনটির পক্ষ থেকে গতকাল রোববার এক অনুষ্ঠানে তাঁদেরকে ওই সম্মাননা স্মারক ও সংবর্ধনা দেওয়া হয় । এ উপলক্ষে পাকশী রিসোর্টে 'করোনাযোদ্ধা প্রীতি সম্মিলন ও স্মারক সংবর্ধনা' অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর কৃতীসন্তান বর্তমানে নওগাঁর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম মামুন ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ। দিনব্যাপী ওই অনুষ্ঠানে নারী-শিশুদের বিভিন্ন খেলাধুলা, প্রতিযোগিতা ও করোনাযোদ্ধাদের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। 'অগ্রসর ঈশ্বরদী'র প্রধান উদ্যোক্তা খোন্দকার মাহাবুবুল হক দুদুর সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য দেন ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বিরু, সাংবাদিক ওহিদুজ্জামান টিপু, মহিদুল ইসলাম, ডাক্তার শেখ রফিকুল ইসলাম, সমাজসেবী শিমুল বিশ্বাস, নারী উদ্যোক্তা শেলী কিরণ, পারভীন আক্তার, ইঞ্জিনিয়ার কবিরুল ইসলাম প্রমুখ। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম শামীম এসময় উপস্থিত ছিলেন। করোনায় সঙ্কটেরর সময় ব্যক্তিগত প্রচেষ্টায় ৪ হাজার রোগীকে সেবা দেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম শামীম। একইসঙ্গে তিনি 'অগ্রসর ঈশ্বরদী' সদস্য হয়ে করোনায় খাদ্য সংকটে থাকা এ পর্যন্ত সাড়ে পাঁচ হাজার গরীব-নিরন্ন মানুষকে প্রতিদিন রাতের খাবার তুলে দিয়েছেন। করোনাযোদ্ধা হিসেবে সম্মাননা পেয়ে তিনি বলেন, 'খুব ভালো লাগছে সম্মাননা পেয়ে। সবাই দোয়া করবেন আমি এভাবেই সারা জীবন মানুষের পাশে সেবা করতে পারি। নওগাঁর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঈশ্বরদীর সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম মামুন বলেন, "সম্মাননা পাওয়ার আনন্দ আলাদা। কিন্তু করোনায় কাজের স্বীকৃতি পেয়ে খুব ভালো লাগছে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস বলেন, ব্যতিক্রম আয়োজন। এই ধরনের আয়োজনে যারা করোনাযোদ্ধা তাদের কাজের গতি আরো ত্বরান্বিত হবে।

No comments