ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো: খায়রুল বাশার মিঠু
ঈশ্বরদীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ ফেব্রুয়ারী) রাত নয়টার দিকে ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির এসআই সেলিম রেজা, এএসআই আতোয়ার ও এটিএসআই আবু রায়হান ফোর্সসহ ঈশ্বরদী পৌর এলাকার নুরমহল্লা বস্তিপাড়ায় পুলিশী অভিযান পরিচালনা করেন।
অভিযানে পূর্বটেংরী গোরস্থান রোডের আবু সাইদের পুত্র মাদক ব্যবসায়ী শামিম রেজা (৪৫) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) মহোদয়ের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। এব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)