মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স-এস পি পাবনা
আতিকুল ইসলাম প্রিন্স, স্টাফ রিপোর্টার
ঈশ্বরদীতে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) থানা চত্বরে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, সুধিজন, গ্রাম পুলিশদের নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ এর সভায় প্রধান অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ‘মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহক আলী মালিথা ও সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবুল কালাম আজাদ মিন্টু। সঞ্চালনা করেন ওসি (তদন্ত) হাদিউল ইসলাম।
উন্মুক্ত আলোচনায় স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন সাঁড়া ইউপি’র চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সলিমপুরের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়ার চেয়ারম্যান বকুল সরদার, মুলাডুলির চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, পৌর কাউন্সিলর আব্দুল লতিফ মিন্টু, জাহাঙ্গির আলম, মনিরুল ইসলাম সাবু, নারী কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, ইউপি সদস্য জিয়াউল ইসলাম জিয়া, আসাদুল হক, তারা মালিথা, ইলিয়াস, মেম্বার শহিদুল ইসলাম, নারী মেম্বার ফাতেমা আক্তার পলি প্রমূখ।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments