করোনা টিকার প্রথম ডোজ শেষ ২৬ ফেব্রুয়ারি
আগামী ২৬ ফেব্রয়ারি ‘বিশেষ টিকা ক্যাম্পেইনে’ শেষ হতে চলেছে করোনা টিকার প্রথম ডোজের কার্যক্রম।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি একথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।
খুরশিদ আলম বলেন, ২৬ ফেব্রুয়ারির পর আর টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। এরপর স্বাস্থ্য অধিদপ্তর দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকবে। যারা এখনও টিকা নেননি তাদের টিকা নেওয়ার আহবান জানিয়ে খুরশিদ আলম বলেন, একটি সমীক্ষায় দেখা গেছে, করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বেশিরভাগই টিকা নেননি। যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে মৃত্যুর হার কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাও কম। সবাই করোনার টিকা নিন, নিজেকে এবং দেশকে সুরক্ষিত রাখুন।
স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী করোনার ভ্যাকসিনের একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি। সেখানে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি সর্বোচ্চ সংখ্যক টিকা দেওয়ার। এই ক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করি, আপনারা সবাই এই ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিন। এর মাধ্যমে আমাদের প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। পরবর্তী সময়ে আমরা বুস্টার ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে ব্যস্ত থাকবো। কাজেই আর বিলম্ব না করে আপনারা সবাই টিকা নিয়ে নিন।
এদিকে দেশে গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ১৯। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন চার হাজার ৭৪৬ জন।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ১৯ হাজার ১০২ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৮ হাজার ৮৭২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments