আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাসকে সভাপতি পদে দেখতে চান তৃণমূল নেতৃবৃন্দ
আগামী ১৯ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামীলীগের সম্মেলন। সম্মেলন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে তৃণমুলের চাওয়া। কে হবে নতুন দিনের কান্ডারী তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আসন্ন জেলা সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবনা-৪ আসনে নির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাসকে সভাপতি পদে দেখতে চান জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ। তৃণমূল নেতৃবৃন্দের সেই দাবির প্রেক্ষিতে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু ।
উত্তর বঙ্গের বষিয়ান রাজনীতিবিদ, মুজিববাহিনীর আঞ্চলিক প্রধান, পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি হিসেবে আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস যোগ্য বলে মনে করছেন তারা। সম্মেলন সফল করতে ও তাঁকে সভাপতি করার দাবিতে মিছিল করেছে ঈশ্বরদীর বিভিন্নস্তরের নেতৃবৃন্দ। দলের তৃণমূল নেতৃবৃন্দের একান্ত প্রত্যাশা, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুরুজ্জামান বিশ্বাসকেে দলের পাবনা জেলা সভাপতি’র স্থান দিয়ে ত্যাগীদের ক্ষমতায়নে আবারও উদাহরণ সৃষ্টি করবেন।
জাতির জনক বঙ্গবন্ধুর সময়কালে রাজনীতি করা এই নেতা জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন রাজনীতির সাথে। তিনি বিভিন্ন চক্রান্তে জেল-জুলুমের শিকার হয়েছেন। তিনবারের নির্বাচিত ঈশ্বরদী উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান সর্বশেষ অলঙ্কৃত করেছেন পাবনা-৪ আসনের সংসদ পদ। দায়িত্বের অল্পদিনের মধ্যেই তিনি ঈশ্বরদী-আটঘড়িয়ায় রাস্তা-ঘাটসহ অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। তাকে জেলার দায়িত্ব দিলে দলের অভ্যন্তরীন কোন্দলসহ সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য যে, পাবনার জেলার অন্যান্য উপজেলার থেকে ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় নৌকার বিদ্রোহীপ্রার্থী ছিল নগন্য ও উপজেলার ছয়টি ইউনিয়নেই নৌকার প্রার্থী বিজয়ী হন।
এ দাবির প্রতি একমত পোষণ করে ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুরুজ্জামান বিশ্বাসকে দলের জেলা সভাপতি’র দায়িত্ব দিলে তিনি সেখানে সফলতার স্বাক্ষর রাখবেন।
ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস বলেন , ‘সাংসদ নুরুজ্জামান বিশ্বাস তো আমাদের ঈশ্বরদী-আটঘড়িয়ার নয়নমণি, ত্যাগী, মেধাবী, এক কথায় অনন্যা। যোগ্যতম এই মানবকে আমরা আবারও দেখতে চাই জনবান্ধব সরকারের একজন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে।’
উল্লেখ, ২০১৪ সালের ২০ ডিসেম্বর পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। ওই সম্মেলনে নুরুজ্জামান বিশ্বাসকে সহ-সভাপতি করা হয়।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments