লাল পতাকা উড়িয়ে ট্রেন দূর্ঘটনা থেকে রক্ষা করা সেই গেটকিপারকে সম্মাননা স্মারক প্রদান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:- রাজশাহীর বাঘা উপজেলার নন্দনগাছি- আড়ানি রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইন ভাঙ্গা দেখে লাল পতাকা উড়িয়ে দূর্ঘটনার হাত থেকে ট্রেন ও যাত্রীকে রক্ষা করা গেটম্যান লায়েব উদ্দিন (৫২) কে সম্মাননা ক্রেস্ট প্রদান করে পুরস্কৃত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ে , পাকশী রেলওয়ে বিভাগ।
মঙ্গলবার (১৫ ফেব্রæয়ারি) বিকাল সাড়ে ৫ টায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্ত গেটকিপার লায়েব উদ্দিন আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া গ্রামের শুকুর আলীর ছেলে। সে ঈশ্বরদী-রাজশাহী রেলরুটে আড়ানী-পুঠিয়া মহাসড়কে অস্থায়ী গেটকিপার হিসাবে কর্মরত।
গেটকিপার লায়েব প্রমানিক জানান, শনিবার (১২ ফেব্রয়ারি) ওই রেলরুট দিয়ে মালবাহী ট্রেন যাওয়ার পর এক বিকট শব্দ কানে আসে। এমন শব্দ আগে কখনোই শুনিনি। ওই সময় আমি দৌড়ে গিয়ে দেখতে পাই, রেললাইন ভেঙ্গে গেছে। তখন আমার ডিউটি ছিল না। আমি দৌড়ে আমার নিজের কাছে থাকা লালকাপড় উড়াতে থাকি। সংকেত দেখে ট্রেনের লোকোমাষ্টার (চালক) দ্রুতই ট্রেনটি থামিয়ে দেন ভাঙ্গা থেকে ৫০০ মিটার দূরে। এতে বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা মেলে উত্তরা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের।
ঈশ্বরদী-রাজশাহী রেলরুটের দায়িত্বরত প্রকৌশলী পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম জানান,শনিবার (১২ ফেব্রæয়ারি) সকাল ৯ টা ৫২ মিনিটের সময় তিন শতাধিক যাত্রীদের নিয়ে পার্বতীপুর থেকে রাজশাহী আসছিল 'উত্তরা এক্সপ্রেস 'নামে মেইল ট্রেন। এসময় ঈশ্বরদী-রাজশাহী রেলরুটের আড়ানি স্টেশনের দুই কিলোমিটার দূরে আড়ানি-নন্দনগাছি স্টেশনে ১৪ নম্বর ব্রিজের কাছাকাছি ১২ ইঞ্চি রেললাইন ভেঙ্গে বিপদের মুহুর্তে পড়তে যাচ্ছিল। ওই গেটকিপার লায়েব উদ্দিন অত্যন্ত সাহসিকতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। সেই সাহসিকতার যে প্রতিদান! সেটা আমরা হয়তো দিতে পারব না। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার স্যারের নির্দেশে গর্বিত সৈনিককে সম্মাননা প্রদান করছি।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদুল ইসলাম বলেন, লায়েব উদ্দিন তার সাহসিকতায় বড় দূর্ঘটনা থেকে ট্রেন রক্ষা পেয়েছে। পাকশী রেলবিভাগ এটা জানার পর চলতি বছরে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ১৪/১৫ বছরে তিনি বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে দায়িত্ব পালন করে প্রমান করেছেন, তিনি দেশ, জাতির জন্য কাজ করা মহৎ মনের মানুষ। এমন মানুষগুলোর পাশে পাকশী রেলওয়ে বিভাগ সবসময় থাকবে।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদুল ইসলামের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রশংসা করে বক্তব্য রাখেন, পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় সংস্থাপন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পাকশী রেলওয়ের প্রকৌশলী-১ বীরবর মণ্ডল, পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ আব্দুর রহিম, পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মন্ডল,পাকশী বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল,পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজিব বিল্লাহ, সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম)সৌমিক শাওন কবির, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মাহবুবুল হক দুদু, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি তৌহিদ আক্তার পান্না প্রমূখ।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments