× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



গাড়ি নিয়ে বাড়ি ফেরা হলো না সাব্বিরের

গাড়ি নিয়ে বাড়ি ফেরা হলো না সাব্বিরের। মঙ্গলবার দিবাগত রাতে নতুন কেনা মোটর সাইকেল চালিয়ে আসার পথে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় সাব্বির। নিহত সাব্বির উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামের ইন্তাজ প্রামানিকের ছেলে। সে ঈশ্বরদী বি এম কলেজের ছাত্র। পারিবারিকসূত্রে জানা যায়, গত মঙ্গলবার গাড়ি কিনেন সাব্বির। সেদিনই বিকেলে রূপপুর পারমানবিক কেন্দ্রে চাকরীতে গাড়ি নিয়ে যায় সাব্বির। চাকরী শেষে রাত তিনটার দিকে বাড়ি ফেরার পথে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারীর নিকটে ডা: আব্দুল জলিলের চেম্বারের নিকট একটি কুত্তাগাড়ি ওভারট্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায়। তাৎক্ষনাত সামনে থাকা গাড়ি তার শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments