× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে গভীর রাতে ডিজেল চুরি

ঈশ্বরদীতে গভীর রাতে ২ লাখ টাকা মূল্যের ১০ ড্রাম ডিজেল চুরি হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার চরসাহাপুর নতুন হাট মোড়ের বাইপাস রোডের কাজী মার্কেটে মেসার্স খান স্টোরে চুরির এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গভীর রাতে পিকআপ গাড়ি থামিয়ে চোরের দল দোকানের সম্মুখে রাখা ১০টি ডিজেল ভর্তি ড্রাম তুলে নিয়ে গেছে। সে সময় বাজারে ওই এলাকার নাইট গার্ড আমজাদ হোসেন টয়লেটে ছিলেন বলে তারা জানান। মেসার্স খান স্টোরের মালিক ব্যবসায়ী রবিউল ইসলাম রুবেল জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে তিনি পাকশীর বাঘইলে তার বাড়িতে চলে যান। সকালে দোকানে এসে দেখতে পান সেখানে ১০টি ডিজেল ভর্তি ড্রাম নেই। তিনি জানান, প্রতিটি ড্রামে ২১৪ লিটার করে মোট ২১৪০ লিটার ডিজেল চুরি হয়েছে। ৮০ টাকা লিটার দরের ডিজেল ও ড্রামের দামসহ তার ২ লাখ চুরি হয়েছে বলে তিনি জানান। মার্কেটের মালিক সুমন কাজী জানান, পিকআপ গাড়ি থামিয়ে ডিজেল চুরির ঘটনাটি খুবই দুঃখজনক। প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি এভাবে চুরি রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য। এ বিষয়ে রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আতিকুল ইসলাম জানান, ডিজেল চুরির বিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments