× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে ২৪ ঘন্টায় আসামীসহ চোরাই গরু উদ্ধার

গত ৩১ জানুয়ারি রাতে ঈশ্বরদী উপজেলার দাদাপুরে জাহিদ হাসানের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। ঐদিন রাতে জাহিদের বাসার ২টি গরু চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আসামীসহ গরু উদ্ধার করেছে পুলিশ। গত ১ ফেব্রয়িারি তার সাড়ে বারটার দিকে টায় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানাধীন রুপপুর ফাঁড়িতে কর্মরত এসআই আতিকুল ইসলাম এর নেতৃত্বে এএসআই ইয়াকুব সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ঈশ্বরদী থানাধীন পাকশী ইউনিয়নের চর রুপপুর পূর্ব পাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন লিচুর বাগান হতে ২ টি চোরাই গরু সহ আসামি মোঃ মকিদুল ইসলাম (৩৫), পিতা- মৃত আলী হোসেন, সাং- মিরগঞ্জ, থানা- বাঘা, জেলা- রাজশাহী ও মোঃ মোক্তার প্রাং (৩০),পিতা- মসলেম প্রাং, সাং-দাদাপুর, থানা-ঈশ্বরদী, জেলা- পাবনাকে গ্রেফতার করেন। এ সময় অপর আসামি জিয়া প্রাং (৪০), পিতা- মৃত বাদশা ব্যাপারি, সাং- চর রুপপুর সর্দার পাড়া, থানা-ঈশ্বরদী, জেলা- পাবনা পালিয়ে যায় । গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জাহিদ হাসান (২০ এর বাড়ির গোয়াল ঘর হতে সাড়ে আটটার দিকে চোরেরা পরস্পর যোগসাজসে গরু দুটি চুরি করে পলাতক আসামির বাড়িতে রাখার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।##
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments