ঈশ্বরদী ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ঈশ্বরদীতে চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৯ ঘটিকায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। অজ্ঞাত নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর।
ঘটনাসূত্রে জানা যায়, পাবনা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী পাবনা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৯ টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঘহাছলার ক্রসিং অতিক্রম করার সময় দূর্ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানান, দূর্ঘটনায় মৃত ব্যক্তিটি মানুষিক ভারসাম্যহীন একজন ভিক্ষুক। সে গতরাতে এই এলাকায় এসে একটি দোকানে আশ্রয় নিয়েছিলো। তার কানে সমস্যার কারনে সে কানে কম শুনত। সে কারনেই সকালে ট্রেন আসার শব্দ এবং ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে এই মর্মান্তিক দূর্ঘটনার স্বীকার হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে লাশ উদ্ধার করে পরিচয় সনাক্তের চেষ্টা করছে বলে জানান ঈশ্বরদী রেলওয়ে পুলিশ।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments