× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



জায়েদ খানকে আজীবন নিষিদ্ধ ঘোষণা

চলচ্চিত্র নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে চলচ্চিত্রের ১৮ সংগঠন। গতকাল এফডিসিতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেন সংগঠনের নেতারা। সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় চলচ্চিত্রের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ শিল্পের উন্নয়নে নিরলস কাজ করে যাবেন। বৈঠকে উপস্থিত ছিলেন কাজী হায়াৎ, আলমগীর, দেলোয়ার জাহান ঝন্টু, খসরু, আবু মুসা দেবু, গুলজার, সোহান, সামছু প্রমুখ। Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments