জায়েদ খানকে আজীবন নিষিদ্ধ ঘোষণা
চলচ্চিত্র নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে চলচ্চিত্রের ১৮ সংগঠন। গতকাল এফডিসিতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেন সংগঠনের নেতারা। সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় চলচ্চিত্রের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ শিল্পের উন্নয়নে নিরলস কাজ করে যাবেন। বৈঠকে উপস্থিত ছিলেন কাজী হায়াৎ, আলমগীর, দেলোয়ার জাহান ঝন্টু, খসরু, আবু মুসা দেবু, গুলজার, সোহান, সামছু প্রমুখ।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments