× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পাবনা জেলা আ.লীগের সম্মেলন, আলোচনায় ইঞ্জি. মো. আব্দুল আলিম

আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার) পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে ইতোমধ্যেই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলার রাজনীতিতে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। শহরে পোস্টারিং, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হচ্ছে। সব মিলিয়ে দলীয় নবীণ-প্রবীণ নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটির জেলার শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসীন হতে নানান মাধ্যমে জানান দিচ্ছেন। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক কে হচ্ছে তা নিয়ে স্থাণীয় নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ। তবে সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন আওয়ামী মৎসজীবী লীগের কেন্দ্রীয় কমিটির জেষ্ঠ্য যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম। সাধারণ সম্পাদক পদে চেয়ে নেতাকর্মীরা পোস্টারিং, ফেস্টুন ও তোরণ নির্মাণ করেছেন। জেলার হাট-বাজার, পাড়া-মহল্লা, চায়ের দোকান সবখানে মানুষের আলোচনায় সাবেক এই ছাত্রলীগ নেতার নাম। পাবনার ঈশ্বরদী উপজেলার এই কৃতিসন্তান দাশুরিয়া মোকাররম মেমোরিয়াল স্কুল থেকে এসএসসি, পাবনা পলিটেকনিক ইনষ্ট্রিটিউট থেকে ডিপ্লোমা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে বিএসসি এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কৃতৃত্বের এমএমসি ডিগ্রি অর্জন করেন। তিনি দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান মেগা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব‍্যবস্থাপনা পরিচালক (এমডি)। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটে নেতৃত্ব দিয়েছেন তিনি। মেধাবী এই ছাত্র ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেতাকর্মীরা জানান, ত্যাগী ও দুঃসময়ের নেতা হিসেবে সুপরিচিত রয়েছে আব্দুল আলিমের। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আলিমের পরিবারের উপর একাধিকবার হামলা হয়েছে। ডুয়েট ছাত্রলীগের নেতৃত্ব দেয়ার সময় তার একটি পা ও একটি হাত ভেঙে দিয়ে মৃত্যু ভেবে ডেনে ফেলে দিয়েছিলো বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা। কঠিন সময়েও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক ভাবধারার আদর্শের মানুষ আলিমকে হুমকি-ধামকি ষড়যন্ত্রও বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ থেকে দমাতে পারেনি। জেল-জুলুমকে নিত্যসঙ্গী করে রাজপথে নিজেকে সোচ্চার রেখেছেন। নেতাকর্মীদের কাছে তিনি পরিচ্ছন্ন, বিশ্বাসী, পরিক্ষিত, নিবেদিত ও পরিশ্রমী নেতা হিসেবে পরিচিত। পাবনার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার আলিম জননেত্রীর শেখ হাসিনার অত্যান্ত আস্থাভাজন ও একনিষ্ঠ কর্মী হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এবার পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিলে পাবনায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী, ঐক্য ও সুসংগঠিত হবে বলে মনে করেন নেতাকর্মীরা। ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব দেয়া হলে আমার সর্বোচ্চ দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করব। বিগত সময়ে যখন দলের কোনও দায়িত্ব পেয়েছি তখনই তৃণমূল থেকে দলকে অত্যন্ত সুসংগঠিতভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছি। তৃণমূল নেতাকর্মীই‌ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তাই তৃণমূলের দুঃখ-দুর্দশার দূর করে দলকে তৃণমূল থেকেই শক্তিশালী করব ইনশাল্লাহ। স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করতে অগ্রভাগে থেকেছি এবং আগামীতেও থাকবো। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রূপদানকারী, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মাদার অব হিউম্যানিটি, বিশ্বনেত্রী, দেশরত্ন, গণতন্ত্রের মানসকন্যা, উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার আদর্শে সুখী, সমৃদ্ধশালী, দারিদ্র্যমুক্ত ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে একজন নগণ্য কর্মী হিসেবে কাজ করে যাওয়াই তার লক্ষ্য ও উদ্দেশ্য বলে দৃঢ় কণ্ঠে জানান ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম।

No comments