× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



সতর্কবার্তা

মোবাইল ব্যাংকিং এ প্রতারণা কমাতে সতর্কবাতা দিয়েছে পাবনা জেলা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সতর্কবার্তায় জানানো হয়-সকলের অবগতির জন্য যানানো যাচ্ছে যে, একটি প্রতারক চক্র ইদানিং বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে কল করে প্রতারনাপূর্বক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে । যদি কোন ব্যাক্তির নিকট পুলিশ সুপা, পাবনা মহোদয়ের সরকারি নাম্বার হতে কোন সন্দেহজনক কল আসে, তাহলে উক্ত নাম্বারে কল ব্যাক করে আবার পরিচয় নিশ্চিত হোন। অথবা পুলিশ কন্ট্রোল রুম পাবনা জেলার সহিত যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল। পুলিশ কন্ট্রোল রুম মোবাইল নাম্বার :- +880 13 2012 9498
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments