× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে ভেঙে ফেলা শহীদ মিনার নির্মাণের দাবিতে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে রাতের আঁধারে ভেঙে ফেলা শহীদ মিনার পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও পথসভা হয়েছে। রোববার পৌর এলাকার সাঁড়াগোপালপুর স্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ ও মানবকল্যাণ সংস্থা একুশের আলো। একুশের আলোর সভাপতি আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে এবং সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার সিনিয়র সহ-সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেলের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন সাঁড়াগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি মাহাতাব উদ্দিন মোল্লা, সমাজসেবী ও সুহৃদ সমাবেশের উপদেষ্টা নজরুল ইসলাম বিশ্বাস, অনুষ্ঠানের সমন্বয়কারী সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, ব্যবসায়ী ও সুহৃদ হাছান চৌধুরী, রোজিনা আক্তার, সুহৃদ ও গ্রাম্য চিকিৎসক শাহানুর ইসলাম, ইকরামুল হক প্রমুখ। সাঁড়াগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের বেজমেন্ট খনন করার সময় গত ৩ ফেব্রুয়ারি রাতে স্কুল মাঠ প্রাঙ্গণের শহীদ মিনারটি কাউকে না জানিয়ে ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। ভেঙে ফেলা শহীদ মিনারটির ইট, টাইলস, স্ল্যাবসহ সবকিছু ওই রাতেই লুট করে নেয় স্থানীয়রা। এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবির বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ করে শহীদ মিনারটি ফের নির্মাণ করে দেওয়া হবে। সাঁড়াগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক সৈকত ইসলাম বলেন, দ্রুততম সময়ের মধ্যে শহীদ মিনারটি ফের নির্মাণের ব্যবস্থা করা হবে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)