এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত
এইচএসসি ও সমমানের অংশগ্রহণকারী ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ পেয়েছে। যারা ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় বা যারা অকৃতকার্য হয়েছেন তারা যাচাইয়ের আবেদন করতে পারবেন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, আগামী ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া পরবর্তী সময়ে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মোবাইল অপারেট টেলিটকের ওয়েবসাইটে থেকে জেনে নেয়া যাবে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন।
পরে সকাল সাড়ে ১১টায় ঢাকার আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বেলা ১২টা থেকে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে। এছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাচ্ছে ।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments