× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কমিটিতে আলোচনায় রয়েছেন যারা

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কার্যকরী কমিটি প্রস্তুত করা হয়েছে। তবে জেলা সম্মেলনের কারণে তা এখনও জেলা কতৃর্ক অনুমোদন হয় নি। নতুন কমিটিতে যাঁরা স্থান পেয়েছেন তাঁদের মধ্যে সভাপতি নায়েব আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু গত বছরের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত দলের ত্রিবার্ষিক উপজেলা কাউন্সিলে ডেলিগেটদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিলেন, বাকিরা পাবনা-৪ আসনের মাননীয় সাংসদ নূরুজ্জামান বিশ্বাসের তত্ত্বাবধানে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দের প্রার্থীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। ৭১-সদস্যবিশিষ্ট উপজেলা কমিটির আলোচিত ২২ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হলো সহসভাপতিমন্ডলী ১) মোঃ রশিদুল্লাহ, ২) গোলাম মোস্তফা চান্না মন্ডল, ৩) সাবান সর্দার, ৪) মোঃ আলাউদ্দিন, ৫) আকরাম হোসেন খান, ৬) আ.ত.ম. নাসিম, ৭) আমিনুর রহমান দাদু, ৮) ফজলুর রহমান মালিথা, ৯) শহিদুল আলম পাখি যুগ্ম সাধারণ সম্পাদক, ১) সালাম খান, ২) মুরাদ মালিথা, ৩) সাইফুজ্জামান পিন্টু সাংগঠনিক সম্পাদক, ১) মিনহাজ ফকির, ২) সফি বিশ্বাস, ৩) শাহিন (পাকুড়িয়া) কোষাধ্যক্ষ, রতন মহলদার প্রচার সম্পাদক, ১) তৈয়ব আলী, ২) শরীফ বিশ্বাস দফতর সম্পাদক, ১) চঞ্চল, ২) মোঃ আশরাফ, সমাজ কল্যাণ সম্পাদক ভাদু, মহিলা সম্পাদিকা আতিয়া ফেরদৌস কাকলি, কার্যকরী সদস্য, ১) কনক শরীফ, ২) হাবিবুল ইসলাম হব্বুল, ৩) আতাউর রহমান বাবু ফকির, ৪) রুহুল ইসলাম স্বপন ফকির, ৫) ময়নুল ইসলাম মিন্টু, ৬) জুলমত হায়দার
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments