× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



সভাপতি হলেন মুরাদ মালিথা

ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন মুরাদ মালিথা। নতুন গঠিত ১২ সদস্যের গভর্নি বডির কমিটিতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী কতৃর্ক তাকে অনুমোদন দেওয়া হয়েছে। রাজশাহীর সদস্য সচিব ও কলেজ পরিদর্শক স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে , সরকারের পূবানুমোদনের প্রণয়নকৃত প্রবিধানমালা ২০০৯ এর বিধিমালা মোতাবেক নিম্ন লিখিত সদস্যবৃন্দ সমন্বয়ে গঠিত গভর্নি বডি ১৫ মার্চ ২০২২ থেকে কার্যকর হয়ে ২ বছরের জন্য বহাল থাকবে। নতুন এই কমিটিতে পদাধিকারবলে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মো: আসলাম হোসেন। দাতা সদস্য হয়েছেন ঈশ্বরদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান রুনু মন্ডল, বিদ্যোৎসাহী সদস্য হয়েছেন উপজেলা মাহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী। শিক্ষক সদস্য হলেন মো; জয়নাল আবেদিন, মো: জাকিরুল মওলা সুমন ও সংরক্ষিত মহিলা সদস্য নাহিদা আক্তার। অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মো: রবিউল আলম, মো: হাসান আলী, দয়াল চন্দ্র ঘোষ, মো: শহিদুল ইসলাম ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মহুয়া কানিজ মৌ। ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপিও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ মালিথা এক প্রতিক্রিয়ায় বলেন, শিক্ষার প্রতি বরাবরই আমি অনুরাগী। শিক্ষিত জাতিই পারে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে ভূমিকা রাখতে। আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজকে আরও সমৃদ্ধ করতে চাই। উল্লেখ্য যে, উক্ত কমিটির প্রথম সভা গত ১৬ মার্চ কলেজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments