মোটরসাইকেল স্টার্ট না নিলে করণীয়
অল্প খরচে যাতায়াতে মোটরসাইকেলের জুড়ি নেই। বাইক নিয়মিত ব্যবহার করলে একটি কমন সমস্যার মুখোমুখী হন প্রায় সবাই। মাঝে মাঝেই দেখা যায় আমাদের প্রিয় মোটরসাইকেলটি স্টার্ট নিচ্ছে না। শীতের সকালে সাধারণত এধরনের সমস্যা বেশি হয়। এক্ষেত্রে স্টার্ট দেওয়ার আগে কয়েকবার ক্লাচ টানবেন, তারপর কিক বা সেলফ স্টার্টের বাটন পুশ করবেন।
আইডল আরপিএম কমানো থাকলে শীত-গ্রীষ্ম-বর্ষা সবসময়ই স্টার্ট দেওয়া সমস্যা হবে। চলন্ত অবস্থায় ক্লাচ ধরলে স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে। আইডল আরপিএম ১১০০ থেকে ১২০০ এর মধ্যে রাখার চেষ্টা করুন। তবে শীত বাদে অন্যান্য সময়ও স্টার্ট না নেওয়ার সমস্যাটি দেখা যায়। সেক্ষেত্রে যা করতে হবে জানুন।
bikeবাইক স্টার্ট না নিলে প্রথমেই চেক করতে হবে আপনি ফুয়েল লাইন অফ করে রেখেছেন কিনা। চলতি ভাষায় এটাকে তেলের চাবি বলে। বাইকের বাম দিকে ফুয়েল ট্যাংকের ঠিক নিচেই থাকে তেলের চাবি। সেটা অফ করা থাকলে ঘুরিয়ে অন পজিশনে নিয়ে আসুন।
সমস্যা এখানে না হলে চেক করতে হবে স্পার্ক প্লাগ। এটা যদি ময়লা থাকে বা ঢিলে হয়ে থাকে তাহলে বাইক স্টার্ট নেবে না।
বাইক স্টার্ট না হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে ভেজাল তেল। বাংলাদেশে এটি একটি মারাত্মক সমস্যা। সবসময় ভালো একটি ফুয়েল পাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করুন। কেননা, বাইকে ভেজাল তেল থাকলে বাইক স্টার্ট না হওয়া, পিক আপ ছেড়ে দেওয়াসহ বিভিন্ন যন্ত্রাংশে সমস্যা দেখা দেয়।
bikeআপনার বাইক যদি পুরাতন হয় আর হঠাৎ করে স্টার্ট না নেয় তবে বাইকের সুইচ অন করে নিউট্রাল করে বাইকটি হালকা সামনে পিছনে করুন। কয়েক বার করার পরে যাদের বাইকে কিক আছে তারা কিক দিয়ে ও যাদের বাইকে কিক নেই তারা সেলফ দিয়ে চেষ্টা করুন।
তেল শেষ হয়ে গেলে বাইক চলে না সেটা তো সবাই জানেন। তাই বাইকে তেল আছে নাকি সেটাও দেখতে হবে।
সমস্যা এসব জায়গায় না থাকলে বুঝতে হবে ঘটনা বড় আকার নিচ্ছে। তখন মেকানিকের কাছে নিয়ে এয়ার ফিল্টার এবং ব্যাটারি চেক করাতে হবে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments