× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



দেওয়ান আবুল হাশেম সভাপতি।ফারহানা আফরোজ রানী সম্পাদক নির্বাচিত।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো খেলাঘর ঈশ্বরদী উপজেলা সম্মেলন ২০২২, গতকাল সকাল ১০টা হতে বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউটে সন্ধা পর্যন্ত, ২ পর্বে চলে সকল আনুষ্ঠানিকতা। সম্মেলন উদ্বোধন করেন ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলি মালিথা, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলি,কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত এনামুল হক জিন্নাহ। সকাল ১০টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের ১ম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিভিন্ন শাখা আসরের বন্ধুদের দলীয় নৃত্য ,গান, কবিতা ও ২য় পর্বে অতিথি,সংগঠকদের সম্মেলনের উপর সাংগঠনিক বিশেষ বক্তব্য আলোচনার মধ্য দিয়ে চলে এ পর্ব। শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে, সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।েখলাঘর ঈশ্বরদী উপজেলা সম্মেলনে,দেওয়ান আবুল হাশেম সভাপতি।ফারহানা আফরোজ রানী সম্পাদক নির্বাচিত।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments