× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পাকিস্তানকে পাত্তা দিল না ভারত

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ রবিবার পাকিস্তানকে ১০৭ রানে হারিয়েছে ভারত। পাকিস্তান ভারত ম্যাচ মানেই উত্তেজনার পারদ এর ঠাসা এক ম্যাচ। ছেলেদের ক্রিকেট ম্যাচ হোক আর মেয়েদের ম্যাচ হোক। রবিবার (৬ মার্চ) নিউজিল্যান্ডের মাঠে পাকিস্তানের মেয়েরা ভারতের মেয়েদের সামনে ব্যাট হাতে একরকম দাঁড়াতে পারেনি। ভারতের ২৪৪ রানে জবাবে খেলতে নেমে ৪৩ ওভারে ১৩৭ রান করতেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সিন্ডা আমিন ৩০, জেভরিন খান ১১, মেজবাহ মারুফ ১৫, আলি রিয়াজ ১১, ফাতেমা সানা ১৭,ডায়না ২৪ এবং সিন্দা রিয়াজ ১২ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে জুলিয়ান ২৬ রানের ২টি, সুরেশ রানা ২৭ রানে দুটি এবং রাজেসওয়ারি গায়কোয়াড় ৩১ রানে ৪ উইকেট লাভ করেন। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ভারতের পূজা ভাস্তেকার। এর আগে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গালুয়েতে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে ভারত। মর্যাদার এই ম্যাচে ১১৪ রানে ৬ উইকেট হারিয়ে ভারত চাপে পড়লে সপ্তম উইকেটে হাল ধরেন পূজা এবং সুনেস রানা। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটার ১২২ রান যোগ করলে ভারত লড়াকু পূঁজি সংগ্রহে সমর্থ হয়। পূজা ৫৭ বলে ৬৭ রান করে আউট হলেও অপর প্রান্তে রানা ৪৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ভারতের ওপর ব্যাটারদের মধ্যে মান্দানা ৭৫ বলে ৫২ এবং দীপ্তি শর্মা ৫৭ বলে ৪০ রান করেন। পাকিস্তানি বোলারদের মধ্যে নাশরা সিন্দু ৩৬ রানে ২টি, নিদা দার ২টি এবং আনাম আমিন একটি উইকেট লাভ করেন। শনিবার বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিগার সুলতানারা তাদের পরবর্তী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড এর মোকাবেলা করবে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments