× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



যেভাবে ইউক্রেনের বিমানবন্দর গুঁড়িয়ে দিল রাশিয়া

রাশিয়ার বিমান হামলায় রবিবার ইউক্রেনের ভিন্নিতসিয়া বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা এএফপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জেলেনস্কি বলেন, ভিন্নিতসিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার কথা আমাকে জানানো হয়েছে। সেখানে আটটি রকেট আঘাত হেনেছে….বিমানবন্দরটি পুরোপুরি গুঁড়িয়ে গেছে। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রুশ বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। জেলেনস্কির দাবি রুশ বাহিনী কৃষ্ণ সাগর তীরবর্তী ঐতিহাসিক বন্দরনগরী ওডেসায় বোমা ফেলার পরিকল্পনা করেছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ানরা সবসময় ওডেসায় এসেছে। তারা সবসময় ওডেসার সুবিধা নিয়েছে। আর এখন? ওডেসার বিরুদ্ধে বোমা? ওডেসার বিরুদ্ধে কামান? ওডেসার বিরুদ্ধে মিসাইল? এটা হবে যুদ্ধাপরাধের শামিল। ঐতিহাসিক অপরাধের শামিল। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বিশেষ অভিযান শুরর পর রুশ বাহিনী খেরসন কিংবা মারিউপলে হামলা চালানেও এর হাত থেকে অনেকাংশেই রেহাই পেয়েছে ওডেসা। এসএইচ
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments