ঈশ্বরদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
'টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য' শ্লোগানকে প্রতিপাদ্য করে ঈশ্বরদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (৮ মার্চ) পরিষদ মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলি।
সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমবায় অফিসার আমজাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, নকশীকাঁথার নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন, শিক্ষার্থী ওয়াহিদা জান্নাত।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments