× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



চেয়ারম্যানের নামে মামলা

গাইবান্ধায় নিয়ম বহির্ভূতভাবে দরপত্র ছাড়াই সরকারি গাছ বিক্রির অভিযোগে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার তারার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বন বিভাগ। সোমবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান। এর আগে রবিবার বিকালে সরকারি গাছ অবৈধ কাটার অভিযোগে মামলা করেন গাইবান্ধা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শরিফুল ইসলাম। মামলা সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের রেলক্রসিং থেকে গোডাউন বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার দু-পাশে স্থানীয় সুবিধাভোগীদের নিয়ে বনবিভাগের উদ্যোগে ২০১০/১১ সালে পাঁচ হাজার ইউক্যালিপটাস গাছ রোপন করা হয়। বন বিভাগ জানতে পারে রোপন করা সেই গাছগুলোর ১৫টি গাছ নব নির্বাচিত চেয়ারম্যান ও তার লোকজন নিয়মনীতির তোয়াক্কা না করে (১৮ মার্চ শুক্রবার) চুরি করে কেটে নিয়ে যায় । যার মুল্য ৭৫ হাজার টাকা। পরে গাইবান্ধা সামাজিক বনায়ন নার্সারি ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। পরে তিনি বাদী হয়ে চেয়ারম্যান ও কুপতলা গ্রামের শফিউল ইসলামের ছেলে খালেক মিয়ার নাম উল্লেখ এবং অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় গাইবান্ধা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শরিফুল ইসলাম বলেন, ১২ বছর আগে ওই এলাকার ৩০ জন সুবিধাভোগীদের নিয়ে গাছগুলো রোপন করা হয়। নিয়মবহির্ভূতভাবে সেই গাছগুলো কেটে বিক্রি করেছে। বনবিভাগের অনুমতি ছাড়া অভিযুক্তরা রাস্তার দুধারে গাছ কাটতে পারে না। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, বন বিভাগের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments