চাটমোহরে তেলের দাম বেশি রাখায় জরিমানা গুনল ৩ দোকানি
পাবনার চাটমোহরে তেলের দাম বেশি রাখায় তিন দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে উপজেলার রেলবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফর অভিযান চালায়। এ সময় সয়াবিনের তেলের গায়ের ধার্যকৃত মূল্য মুছে বেশি দামে বিক্রি করার অপরাধে তিন দোকানিকে জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, ধার্যকৃত মূল্যে থেকে অতিরিক্ত মূল্যে নেওয়া এবং বোতলের গায়ের মূল্যে মুছে ফেলে বেশি দামে বিক্রি করার অপরাধে উপজেলার রেলবাজার এলাকার মনি স্টোরকে ১০ হাজার, ভাই ভাই স্টোরকে ১০ হাজার এবং মেয়াদউত্তীর্ণ খাদ্যদ্রব্য মজুদ রাখার অপরাধে রবিউল স্টোরকে ৫ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইনে জরিমানা করা হয়।
এছাড়া মূল্য তালিকা মুছে ফেলা ওই সব দোকান থেকে জব্দকৃত ৩৫ লিটার তেল উপজেলার মোহাম্মদ আলী হিফযুল কুরআন মাদ্রাসায় এতিম শিশুদের জন্য বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, স্যানেটারি ইন্সপেক্টর এবং থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।
জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments