ঈশ্বরদীতে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনাসভা
'বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে' এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ঈশ্বরদীতে জাতীয় বীমা দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১ মার্চ) সকালে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। পরে ঈশ্বরদী উপজেলা হলরুমে জাতীয় বীমা দিবসের আলোচনা সভার আয়োজন করে ঈশ্বরদী উপজেলা প্রশাসন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার, উপজেলা একাডেমিক সুপারভইজার আরিফুল ইসলাম, প্রগতি লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এর ব্রাঞ্চ ম্যানেজার হেলাল উদ্দীন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ ঈশ্বরদী শাখার এ্যসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন।
এসময় প্রগতি লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ, পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ, সিটি জেনারেল ইন্সুরেন্স কোঃ লিঃ এর কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments