ভুট্টাক্ষেতে মিললো হাত-পা বাঁধা কিশোরের মরদেহ
নওগাঁর মান্দায় ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা ইউসুফ (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁশোপাড়া গ্রামের পাশের ভুট্টাক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ইউসুফ কাঁশোপাড়া ইউনিয়নের আন্ধারিয়া পাড়া গ্রামের রিকশাচালক রেজাউল ইসলামের ছেলে। সে চকউলি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, রোববার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান ইউসুফ। এরপর সন্ধ্যা পর্যন্ত বাড়ি না আসায় পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি করেন। তাকে না পেয়ে রাত ৯টার দিকে এলাকায় মাইকিং করে স্বজনরা।
পরে সোমবার দুপুরে স্থানীয়রা ভুট্টাক্ষেতে ইউসুফের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার চোখ এবং গোপনাঙ্গে ক্ষতচিহ্ন রয়েছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments