ঈশ্বরদীতে ট্রাক-বাস সংঘর্ষ
ঈশ্বরদীতে সুপার সনি এক্সপ্রেস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষেরর ঘটনা ঘটেছে। মঙ্গলবার
রাতে উপজেলার অরোনকোলা মহাসড়কে এই ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রাক এবং সুপার সনি চালক
গুরুতর আহত হয়েছে। আহত দুই চালককে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে। তবে আহত দুই চালকের অবস্থা সংকটাপন্ন বলে
জানিয়েছেন উৎসুক জনতা। এদিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে
বাসের যাত্রী ১ জন বাস / ট্রাকের চালক ষ্টাপসহ ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে
উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments