× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বোতল খুলে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি,তিন দোকানিকে জরিমানা

কুড়িগ্রামে বোতলে লেখা দাম ঘষে তুলে ও বোতল খুলে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে তিন দোকানিকে জরিমানা করা হয়েছে। শনিবার (৫ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম কার্যালয় শহরের আদর্শ পৌর বাজারে অভিযান চালিয়ে তিন দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করে। অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম কার্যালয় শহরের আদর্শ পৌর বাজারে তদারকি অভিযান পরিচালনা করে। এ সময় সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা দাম ঘষে তুলে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে নূর স্টোরকে ১০ হাজার টাকা, বোতলের তেল ঢেলে খোলা তেল হিসেবে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে শিরিন স্টোরকে ১০ হাজার টাকা এবং তেলের বোতলের গায়ের দাম ঘষে তুলে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে নুরজামান কাঁচামালকে এক হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম এবং সদর থানা পুলিশ সহযোগিতা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের এ অভিযান আরও কঠোর হবে। জনস্বা‌র্থে এ ধরনের অভিযান অব্যাহত থাক‌বে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments