× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে হর-মুন্ড মালিনী উৎসব

ঈশ্বরদী পৌর শ্মশানে হিন্দু সম্প্রদায়ের দুই দিন ব্যাপী ‘হর-মুন্ড মালিনী উৎসব’ পালিত হয়েছে। শ্মশানের ৭ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে বিগত বছরগুলোর মতো এবারেও বুধবার (২ মার্চ) সকালে ঠাকুরবাড়ি সত্য নারায়ন বিগ্রহ মন্দির হতে পদযাত্রা করে শ্মশানে ভোলানাথের মাথায় ফুল-বেলপাতা সহযোগে জল ঢালেন হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ ভক্তরা। এর আগে মঙ্গলবার রাতে চার পহর ব্যাপী ভোলানাথের পূজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের একমাত্র ঈশ্বরদীতে শিব চর্তুদশী ও অমাবস্যা তিথিতেহিন্দু সম্প্রদায়ের এই ‘হর-মুন্ড মালিনী উৎসব’ অনুষ্ঠিত হয়। শ্মশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক স্বপন কুমার কুন্ডু জানান, বুধবার (২ মার্চ) সকালে শিব মন্দিরে ভোলানাথের মাথায় ফুল-বেলপাতা সহকারে জল ঢালার পর কীর্তন এবং দুপুরে থেকে ভক্ত সেবার আয়োজন রয়েছে। এছাড়া রাতে অমাবস্যা তিথিতে শ্মশানে কালী পূজার আয়োজন রয়েছে। শ্মশানের এই উৎসবে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ সমাবেত হয়।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments