অনৈতিক কাজের অভিযোগে নারীসহ মেম্বার গ্রেফতার
দিনাজপুরের ঘোড়াঘাটে অনৈতিক কাজের অভিযোগে নারীসহ হুমায়ুন কবির (৫৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
হুমায়ুন কবির নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি পুটিমারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৮নং ওয়ার্ড সদস্য। অপরদিকে ধৃত শিল্পি বেগম (৩০) লালমনিরহাট জেলার সদর কুলার হাটের সাইদুল ইসলামের মেয়ে।
ঘোড়াঘাট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট-হাকিমপুর সাকের্লের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলামের নেতৃত্বে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির ফোর্স নিয়ে বৃহস্পতিার বিকেলে মোজামের আম বাগান নামক স্থান থেকে তাদের আটক করে।
গ্রেফতারকৃতদের শুক্রবার দিনাজপুর জেলা করারাগারে পাঠানো হয়েছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments