হেলমেট বাহিনীর উৎস কোথায়
ঢাকা কলেজের শিক্ষার্থী ও মিরপুর রোডের নিউমার্কেটসহ কয়েকটি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে চলে দফায় দফায় সংঘর্ষ। এ সময় শত শত হেলমেটধারীকে দেখা গেছে পাল্টাপাল্টি ইটপাটকেল ছুড়তে। লাঠি হাতে মহড়া দিয়েছে তারা। ছাত্র ব্যবসায়ী উভয় পক্ষেই ছিল হেলমেটধারী এবং মারমুখী। যাদের মধ্যে অনেকের ভূমিকা ছিল হিংসাত্মক ও আক্রমণাত্মক। হেলমেটধারীরা প্রকাশ্যে অনেককে উসকে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত রেখেছে। গত সোমবার রাত থেকে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ধাওয়াপাল্টা-ধাওয়া ও সংঘর্ষের পর তৃতীয় পক্ষের ভূমিকার প্রসঙ্গ উঠেছে। এতে প্রশ্ন উঠেছে, পাল্টাপাল্টি হামলায় অংশ নেয়া হেলমেটধারীরা আসলে কারা?
ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন বলেছেন, গত সোমবার রাতের ঘটনায় ছাত্ররা জড়িত ছিল না, জড়িয়ে ফেলা হয়েছে। গত মঙ্গলবার সকালে মার্কেটের লোকজন এসে আক্রমণ চালায় এবং ঢাকা কলেজের ভেতরেও ঢুকে যায়। এরপরেই সমস্যাটি হয়।
ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম বলেছেন, যারা হেলমেট পরে মারামারি করছে, তারা ছাত্র নয়। তাহলে এরা কারা। এই হেলমেটধারীরা মার্কেটের সামনের দিকের দোকানের ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে, তার ফুটেজও আছে। হকারদের অনেকে রাস্তায় নেমেছে উল্লেখ করে তিনি বলেন, হেলমেটধারীরা কারা ছিল তাদের চিহ্নিত করা গেলে অনেক প্রশ্নের জবাব মিলবে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়ক ইসমাইল স¤্রাট দাবি করেছেন, হেলমেট পড়ে তাদের ওপর নির্বিচারে ইটপাটকেল মারা হয়েছে। দোকান, মালিক কর্মচারী ও ফুটপাতের দোকানিরা হেলমেট পড়েছিল। তাদের চিহ্নিত করতে হবে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনার পেছনে বেশ কয়েকজন বিএনপি নেতার নাম ছড়িয়ে পড়েছে। নিউমার্কেটের ৪নং গেট সংলগ্ন মকবুল হোসেনের ফাস্টফুড দোকান থেকে সোমবার ঘটনার সূত্র হয়েছে। তিনি নিউমার্কেট থানার ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। নিউমার্কেট থানা যুবদল আহ্বায়ক আমির হোসেন আলমগীর (৫টি দোকান রয়েছে), ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিজান ও তার স্ত্রী ময়না এবং ল²ীপুরের যুবদল নেতা টিপুর (৯টি দোকান রয়েছে) যোগসূত্রের এমন খবর খতিয়ে দেখছে পুলি
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments