× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



‘স্যরি আম্মু, আমি সাকিবকে ভালোবাসি’

চট্টগ্রামের লোহাগাড়ায় রকসি পারভিন জুবলি (১৭) নামের ১০ম শ্রেণির এক ছাত্রী চিরকুট লিখে আত্মহত্যা করেছে। রোববার ভোরে উপজেলার পশ্চিম আমিরাবাদের ২নং ওয়ার্ডের সিকদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য শারফু সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। রকসি পারভিন জুবলি ওই এলাকার আবদুল গফুরের মেয়ে। সে আইয়ুব ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির ছাত্রী ছিল। নিহতের স্বজনরা জানান, জুবলি শনিবার রাতের খাবার খেয়ে রুমে ঘুমাতে যায়। সেহরি খাওয়ার জন্য তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ইউপি সদস্যকে জানান। সকালে ওই ইউপি সদস্যসহ পুলিশ এসে রুমের দরজা ভেঙে রুমে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে। চিরকুটে লেখা ছিল- ‘স্যরি আম্মু, আমি সাকিবকে ভালোবাসি। আর আমি সাকিবকে বিয়ে করব। আর কাউকে মন থেকে মেনে নিতে পারব না। তোমরা আমাকে এতবার বলার পরও আমি ওকেই ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচতে পারব না। তাই আজ তোমাদের আমি সব বলে দিলাম। তোমরা সবাই ভালো থেকো।’ এ প্রসঙ্গে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments