× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



তিন বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

দেশের তিন বিভাগে বজ্রসহ ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া চলমান গরম আগামী দুই দিন অব্যাহত থাকবে। আগামী শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে। বুধবার (২৭ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, রাজধানীতে সুনির্দিষ্টভাবে কোনোকিছু বলা সম্ভব হচ্ছে না। ঢাকার উত্তর এবং উত্তর-পূর্ব দিকে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে এখনও পর্যন্ত এ সম্ভাবনার পরিমাণ কম। সে কারণে আমরা স্পষ্টভাবে কিছু বলছি না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরও দুইদিন সারাদেশে রোদ ও গরম অব্যাহত থাকবে। তার মানে আজ এবং আগামীকাল পর্যন্ত রোদ-গরম অব্যাহত থাকবে। আগামী শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের তিন দিনের জন্য আবহাওয়ার পূর্বাভাস আগামী ২৯ এপ্রিল দেওয়া হবে। তার আগে আবহাওয়া সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হবে না।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments