যে কারণে পাবনা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা
মেয়াদোত্তীর্ণ হওয়ায় পাবনা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলা নেতা জানান, পাবনা জেলা ছাত্রলীগের কমিটি ঘিরে গ্রুপিং, ব্যক্তিগত দ্বন্দ্ব, অনৈতিক লেনদেনসহ নানা বিতর্কের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
নানা অনিয়ম ও অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে।
পাবনা জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয়ভাবে কমিটি বিলুপ্ত করা হয়েছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments