× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পীরগঞ্জে মানুষের কঙ্কাল উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিলের কচুরিপানা থেকে এক অজ্ঞাত মানুষের কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার জাবরহাট ইউনিয়নের দক্ষিন মালঞ্চা গ্রামের পতিলা বিল থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দুপুরে খবর পেয়ে ঐ বিলের মাঝ খানে কচুরিপানার উপর পড়ে পড়ে থাকা অজ্ঞাত নামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখনেই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়না তদন্ত রিপোর্ট আসার পর এর প্রকৃত কারণ জানা যাবে। সহকারী পুলিশ সুপার আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments